গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব জনাব নাজমুল আহসান এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার একান্ত সচিব জনাব আবু নইম মোহাম্মদ মারুফ খান মহোদয় চীনা প্রতিনিধি দলের সাথে অদ্য ২৮.০৭.২০২৫ খ্রিঃ তারিখে বিআইডব্লিউটিএ'এর বালু জাহাজে বুড়িগঙ্গা নদী পরিদর্শন করেন।
প্রকাশন তারিখ
: 2025-07-28
পরিদর্শনকালীন সময়ে পানি সম্পদ মন্ত্রণালয়ের পরিকল্পনা-১ অধিশাখার উপসচিব জনাব মোঃ মোবাশশেরুল ইসলাম, কর্তৃপক্ষের বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক জনাব এ, কে, এম আরিফ উদ্দিন মহোদয়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।