Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৫ মে ২০২৫

অদ্য ১৪.০৫.২০২৫খ্রিঃ তারিখে কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়ের সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।


প্রকাশন তারিখ : 2025-05-14

উক্ত সমন্বয় সভায় সদস্য (পরিঃ ও পরিঃ) (গ্রেড-২) জনাব ডঃ জিয়াউল ইসলাম, সদস্য (অর্থ) ক্যাপ্টেন (অবঃ) মোঃ মোয়াজ্জেম হোসেন এবং সদস্য (প্রকৌশল) (যুগ্মসচিব) এ, কে, এ, এম ফজলুল হক মহোদয়ত্রয়সহ পরিকল্পনা, নৌসওপ, হাইড্রোগ্রাফি, নৌনিট্রা, বন্দর ও পরিবহন, ক্রয় ও সংরক্ষণ, এস্টেট ও আইন, অর্থ, হিসাব বিভাগের পরিচালকবৃন্দ, প্রকৌশল ও যান্ত্রিক ও নৌ-প্রকৌশল বিভাগের প্রধান প্রকৌশলী এবং প্রধান চিকিৎসা কর্মকর্তা মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও উপস্থিত ছিলেন। অদ্যকার সভায় গত ১৭.০৩.২০২৫খ্রিঃ তারিখে অনুষ্ঠিত কর্তৃপক্ষের মাসিক সমন্বয় সভায় গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি প্রতিবেদন ও অদ্যকার কার্যবিবরণী উপস্থাপন করেন অতিরিক্ত পরিচালক, জনাব মোঃ কবির হোসেন, প্রশাসন ও মানব সম্পদ বিভাগ। 

আসন্ন ২০২৫-২০২৬ অর্থবছরে ৪৫১টি ঘাট/পয়েন্টের মধ্যে ১ম দফায় ২৫২টি ঘাট রেকর্ড পরিমাণ রাজস্ব আহরণের মাধ্যমে ইজারা নিষ্পত্তিকরণের জন্য চেয়ারম্যান মহোদয়, সদস্য (পরিঃ ও পরিঃ) মহোদয়, পরিচালক (বওপ) মহোদয় এবং সংশ্লিষ্ট সকল বন্দর কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। এছাড়া ৮টি দেওয়ানী/সময়সূচীর মামলা নিষ্পত্তিকরণ, সকল বিভাগের আন্তঃবিভাগীয় সমন্বয় সাধন, দ্রুত সকল বিভাগীয় কার্যসম্পাদন, যাত্রীসেবা উত্তরোত্তর বৃদ্ধিকরণ, ফোরশোর জরিপ ও সীমানা পিলার স্থাপন কার্যক্রম দ্রুত সম্পাদন, কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় পেশাগত উন্নয়নে যথাযথ প্রশিক্ষণ প্রদান, ঈদ-উল-আযহা উৎসবে সর্বোচ্চ দায়িত্বশীল ভূমিকা প্রদর্শনের মাধ্যমে যাত্রী সেবা নিশ্চিতকরণ এবং সর্বোপরি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের সংস্কার পরিকল্পনা বাস্তবায়নকল্পে কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে ইতিবাচক আলোচনা করা হয়।

সমন্বয় সভায় (Zoom) এ্যাপের মাধ্যমে সকল নদী বন্দরের বন্দর কর্মকর্তা, নির্বাহী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক প্রকৌশলীগণসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সংযুক্ত ছিলেন।