Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৫ জুন ২০২৫

মুন্সীগঞ্জের শিমুলিয়ায় আজ বৃহস্পতিবার ১৯.০৬.২০২৫ খ্রিঃ তারিখ দুপুরে বিআইডব্লিউটিএ ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন।


প্রকাশন তারিখ : 2025-06-19

উদ্বোধনকালে নৌপরিবহন উপদেষ্টা বলেন, বাংলাদেশে ইতোপূর্বে ড্রেজিং বিষয়ক কোনো প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছিলো না কিন্তু এটা দরকার ছিলো। বিআইডব্লিউটিএ, পানি উন্নয়ন বোর্ডসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সারাদেশেই বছরের বিভিন্ন সময়ে ড্রেজিং কার্যক্রম পরিচালনা করে থাকে। কিন্তু আমাদের ড্রেজিং বিষয়ে দক্ষ জনবলের অভাব রয়েছে। এজন্য বিআইডব্লিউটিএ কর্তৃক ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। এখান থেকে ড্রেজিং বিষয়ক প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে আমাদের শিক্ষার্থীদের জন্য  দেশে বিদেশের বিভিন্ন খ্যাতনামা ড্রেজিং কোম্পানিগুলোতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এছাড়াও দক্ষ জনবল তৈরীর মাধ্যমে এই প্রতিষ্ঠান দেশের ড্রেজিং কার্যক্রমকে আরো কার্যকর ও গতিশীল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 

সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা মহোদয়। উল্লেখ্য, ইনস্টিটিউটটিতে বিভিন্ন মেয়াদে ২৮ টি কোর্সের কার্যক্রম চালু করা হবে। এখানে ড্রেজার মেশিন প্রস্তুত বিষয়েও প্রশিক্ষণ প্রদান করা হবে। 

 এছাড়াও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে একটি ইমার্জেন্সি ফেরিঘাট পুনঃস্হাপন ও বিদ্যমান শিমুলিয়া নদী বন্দর বহাল রাখার প্রয়োজনীয়তা ওপর জোর দেন তিনি। ইকো ট্যুরিজম কে এগিয়ে নেওয়ার লক্ষ্যে সরকারি বেসরকারি অংশীদারিত্বের (PPP) ভিত্তিতে এখানে একটি ইকোপার্ক/আইসিটি কন্টেইনার পোর্ট নির্মাণ করা যায় কিনা মর্মে অভিমত ব্যক্ত করেন। 

এসময়ে অবৈধ ড্রেজিং বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য জেলা প্রশাসনকে আরো সতর্কভাবে মনিটরিং করার নির্দেশনা প্রদান করেন নৌপরিবহন উপদেষ্টা। নদী পাড়ের অবৈধ দখলসহ বিভিন্ন স্হাপনা অপসারণে পদক্ষেপ নিতে বিআইডব্লিউটিএ কে নির্দেশনা প্রদান করেন। 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, সদস্য (প্রকৌশল) জনাব এ,কে,এ,এম ফজলুল হক, নৌ উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব (উপসচিব) মোঃ জাহিদুল ইসলাম, মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রেজাউল করিম,পুলিশ সুপার জনাব মুহম্মদ শামসুল আলম সরকার, নৌপরিবহন মন্ত্রণালয়ের সংস্থা-১ অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব (টিএ) জনাব ছন্দা পাল, লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নেছার উদ্দিন, কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (ড্রেজিং) জনাব রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী (পুর) জনাব মহিদুল ইসলাম, পরিচালক (নৌসওপ) জনাব মোঃ শাহজাহান, পরিচালক (পরিকল্পনা) জনাব এ,কে,এম,মুজিবুর রহমান এবং পরিচালক (বন্দর ও পরিবহন) জনাব এ,কে,এম আরিফ উদ্দিন, অধ্যক্ষ ক্যাপ্টেন মোঃ শাহজাহান মহোদয় প্রমুখ। এছাড়া নৌমন্ত্রনালয়, স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তারা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। তাছাড়া পরিকল্পনা ও প্রকৌশল বিভাগের যৌথ উদ্যোগে উক্ত অনুষ্ঠানে ভবিষ্যতে ড্রেজ ট্রেনিং ইনস্টিটিউটের পাশাপাশি ইকো পোর্ট/আইসিটি কন্টেইনার পোর্ট স্থাপনের মাধ্যমে সেবামূলক ও বিনোদনমুখী রাজস্ব আয় নির্ভর তথ্যবহুল পাওয়ার পয়েন্ট উপস্থাপন করা হয়।