আলোচ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, বিশেষ অতিথি হিসেবে কর্তৃপক্ষের সদস্য (অর্থ) ক্যাপ্টেন মোঃ মোয়াজ্জেম হোসেন (অবঃ) এবং অফিসার্স এসোসিয়েশনের সভাপতি ও প্রধান প্রকৌশলী (ড্রেজিং) জনাব মোঃ রকিবুল ইসলাম তালুকদার মহোদয় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সদস্য প্রকৌশল মহোদয়ের কর্তৃপক্ষে কর্মরত সময়কালে স্বকীয় ব্যক্তিত্ব, সদাহাস্যজ্জল অনুপ্রেরণা, কাজের প্রতি গভীর পর্যবেক্ষণ এবং মনোনিবেশের প্রতি অদ্যকার সভার প্রধান অতিথি, বিশেষ অতিথিদ্বয় এবং সভাপতি মহোদয় বিশেষভাবে আলোকপাত করেন। বিদায়ী সদস্য মহোদয়ের অনুপস্থিতি সকলকে গভীরভাবে শূন্যতার সৃষ্টি করবে মর্মে সমাপনী বক্তব্যে পরিচালক (প্রশাসন ও মানব সম্পদ) মহোদয় উল্লেখ করেন। সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করেন জনাব মোহাম্মদ আব্দুল মান্নান, উপ-পরিচালক (হিসাব), প্রধান কার্যালয়।
বিদায়ী অনুষ্ঠানের শেষ লগ্নে কর্তৃপক্ষ, অফিসার্স এসোসিয়েশন, যান্ত্রিক ও নৌ-প্রকৌশল এবং ডিজাইন এন্ড মনিটরিং বিভাগের পক্ষ থেকে সকল বিভাগীয় প্রধানগণ ও তাদের অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট উপহার দেয়া হয়।