Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০২৫

অদ্য ১০.০৪.২০২৫খ্রিঃ তারিখে কর্তৃপক্ষের ৬ষ্ঠ তলার সম্মেলন কক্ষে বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়নাধীন "বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌ-পরিবহন প্রকল্প-১" এর অধীন " Workshop draft Inception Report of consultancy services for study, development of action plan and capacity building of BIWTA to ensure effective and sustainable long-term maintenance of river terminals, landings and other biwta assets (BRWTP-S9/3) package of BRWTP-1, BIWTA" শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মহোদয়। বিশেষ অতিথি ছিলেন সদস্য (প্রকৌশল) জনাব এ,কে,এ,এম ফজলুল হক, যুগ্ম-সচিব এবং অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সদস্য (পরিকল্পনা ও পরিচালন) (গ্রেড-২) জনাব ডঃ মোঃ জিয়াউল ইসলাম মহোদয়। অনুষ্ঠানটির স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব মোঃ আইয়ুব আলী, অতিঃ প্রধান প্রকৌশলী ও প্রকল্প পরিচালক, BRWTP-1। উক্ত কর্মশালায় সকল বিভাগীয় প্রধানগণ, প্রকল্পের পরামর্শকবৃন্দ এবং কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


প্রকাশন তারিখ : 2025-04-10